আজ ঢাকা ও চট্টগ্রামে বর্ণিল বর্ণমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আজ ঢাকা ও চট্টগ্রামে শুরু হচ্ছে দিনব্যাপী বর্ণমেলা। বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম আলোর পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।


ঢাকায় তৃতীয়বারের মতো হলেও চট্টগ্রামে এবারই প্রথম বর্ণমেলার আয়োজন হচ্ছে। ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবং চট্টগ্রামে দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া স্কুলমাঠ) প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে। মেলা শুরু হবে সকাল নয়টায়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
মেলায় থাকছে বাংলা বর্ণের বর্ণিল আয়োজন। দিনব্যাপী মেলায় বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, আড্ডা, গোলকধাঁধা, নাগরদোলা, পুতুল খেলা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি থাকবে বর্ণমালাকে থিম হিসেবে নিয়ে তৈরি করা খাবার, পোশাক, বইসহ নানা ধরনের সামগ্রীর প্রদর্শনী। সেগুলো বিক্রয়ের ব্যবস্থাও থাকবে।
মেলার অন্যতম আকর্ষণ বর্ণ-পরিচয়ের উৎসব ‘হাতেখড়ি’। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিল্পী, লেখক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা। বর্ণমেলায় তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। হাতের লেখা প্রতিযোগিতা হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। সকাল নয়টায় ঢাকায় মেলা উদ্বোধন করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। চট্টগ্রামে উদ্বোধন করবেন বেগম মুশতারী শফি।
চট্টগ্রামে বাছাই অনুষ্ঠিত: গতকাল চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে বিভিন্ন আঙ্গিকে ও রঙের বৈচিত্র্যে বাংলা বর্ণ সাজানো ও লেখার বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রাথমিক প্রতিযোগিতা (বাছাই) হয়েছে। এতে কোনো শিক্ষার্থীকে বাংলাদেশের মানচিত্রের ওপর বাংলা বর্ণ সাজাতে, কাউকে জামার বোতাম দিয়ে বর্ণমালা তৈরি করতে, কাউকে আবার শোলা দিয়ে বানানো বর্ণের ওপর শহীদ মিনারের অবয়ব দিতে দেখা গেছে। বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক মো. জসিম উদ্দিন, শিল্পী নাছিমা আকতার, শিল্পী উত্তম বড়ুয়া ও শিল্পী সুজিত সরকার। এ সময় প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন।
শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে তিনটি বিভাগে সেরাদের বেছে নেওয়া হয়। তিন বিভাগের সেরাদের নাম ঘোষিত হবে আজ মঙ্গলবার বর্ণমেলা অনুষ্ঠান। তাদের পুরস্কার দেওয়া হবে। তবে বাকিদের বানানো ও লেখা বর্ণও স্থান পাবে মেলায়।

No comments

Powered by Blogger.