নিরাপদে পথ চলতে আল্লাহকে স্মরণ করুন by মাওলানা শাহ আবদুস সাত্তার

সম্প্রতি আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এক প্রাকৃতিক দুর্যোগের মতো দেখা দিয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব তারেক মাসুদ ও মিশুক মুনীর ছাড়া স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়েমুর-উর রহমান সায়েমের সড়ক দুর্ঘটনাজনিত মর্মান্তিক মৃত্যুতে গোটা জাতিকে ব্যথিত ও শোকাহত করেছে।


এ ছাড়া জানা-অজানা কত মায়ের সন্তান গভীর হিংস্র থাবায় দেশের এখানে-সেখানে প্রাণ দিচ্ছে, পঙ্গু হচ্ছে_ যার ইয়ত্তা নেই।
মানুষ যার যার সাধ্য বুদ্ধিমতো সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে বিভিন্ন যুক্তি-বুদ্ধি, পরামর্শসহ সরকারি-বেসরকারিভাবে উপায় খুঁজছে। নীতিমালা ও শাস্তির বিধানের ব্যবস্থা নিচ্ছেন ভালো কথা, এ ধরনের বাস্তব পদক্ষেপ প্রশংসার দাবি রাখে, এখানে আমি একটি কথা বলতে চাই_ প্রত্যেক গাড়িচালকের হাতে হাতে অল্প কথায় হুশিয়ার করার হ্যান্ডবিল বিতরণ করতে হবে। যেখানে পরামর্শ দেওয়া থাকবে_ আপনার গাড়ির যাত্রী নিয়ে বেপরোয়া গাড়ি চালাবেন না এবং কোনো রকম পাল্লা বা ওভারটেক করবেন না। মোবাইল ফোনে গাড়ি চালানো অবস্থায় কথা বলবেন না। গাড়ির ফিটনেস ঠিক রাখবেন আর গাড়ির চালক, যাত্রীসহ মনে মনে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাবি্ব লা গাফুরুর রাহিম বা ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আর হামার রাহিমিন_ এই দোয়া দুটি মনে মনে পড়তে থাকবেন। ইনশাল্লাহ জানমালের হেফাজতে গন্তব্যস্থানে পেঁৗছে যাবেন। এই সঙ্গে আমার আরেকটি বক্তব্য, যারা সড়ক দুর্ঘটনায় অকালে জীবন হারিয়েছেন তাদের বিদেহী রুহের মাগফিরাত, শান্তি কামনা এবং সড়ক দুর্ঘটনা রোধ, মুক্তি, পরিত্রাণে মানুষের জানমালের হেফাজতে দেশের মসজিদ ও উপাসনালয়গুলোয় সর্ব শক্তিমান আল্লাহ পাকের কাছে দোয়া-প্রার্থনা করার আহ্বান জানিয়ে বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয়ভাবে দোয়া মাহফিল, মোনাজাত পালনের জন্য দেশের সংবাদমাধ্যম এবং টিভি চ্যানেলগুলোয় আহ্বান সংবলিত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য
জোর অনুরোধ করছি।

No comments

Powered by Blogger.