আবারও মেসি’র জোড়া গোল

স্পোর্টস ডেস্ক: খেলবেন কিনা শুরুতে সন্দেহ ছিল। সকালে অনুশীলনে ছিলেন না অসুস্থতার কারণে। পরে ক্লাবের পক্ষ থেকে মিডিয়াকে জানানো হয় তিনি ফ্লু আক্রান্ত। বুধবারের ম্যাচে খেলছেন না। কিন্তু দ্বিতীয়য়ার্ধে মেসি খেললেন। আর গোল করলেন একজোড়া। লিওনেল মেসির জোড়া গোলে কোপা ডেল রে’র খেলায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। গত বুধবার স্পেনের এ ঘরোয়া কাপ আসরের ম্যাচে ওসাসুনাকে ৪-০ গোলে পরাজিত করে গতবারের রানার্সআপ বার্সেলোনা। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এ ম্যাচে মেসি দ্বিতীয়ার্ধে দু’টি গোল করেন। প্রথমটি ৭২ মিনিটে হেডে আর ইনজুরি সময়ে অপরটি বাঁ পায়ের জাদুতে। এ দু’গোলে চলতি মওসুমে মেসির গোল সংখ্যা দাঁড়ালো ৩১টি। ম্যাচ শেষে মেসি তার অসুস্থতা প্রসঙ্গে বলেন, আমার বমি-টমি হয়নি। জ্বরও ছিল না। তবে পেট ব্যথা ছিল। এ কারণে সকালে অনুশীলনে যাইনি। পরে সুস্থ বোধ করায় খেলেতে নামি।’ বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বলেন, সকালে অনুশীলনের আগে মেসি বলছিল ওর পেটে ব্যথা। ফ্লুতে ভোগার কারণে এ ম্যাচ খেলা হয়নি ভালদেজের। মেসির সমস্যাটাও তেমন কিছু মনে করছিলাম।’ গতবার কিংস কাপ খ্যাত কোপা ডেল রের ফাইনালে খেলেছিল স্পেন তথা বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে বার্সেলোনা হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার তেমন কিছু ঘটছে না। ফাইনালের অনেক আগেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দল দু’টির। প্রি-কোয়ার্টার ফাইনাল পার করতে পারলে বার্সা-রিয়ালকে কোয়ার্টার ফাইনালেই  মুখোমুখি হতে হবে। আগের দিন তাদের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় মালাগাকে ৩-২ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ।

No comments

Powered by Blogger.