৮০ গজ দূর থেকে গোল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লীগের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা বিরলই। বুধবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে গোল করেছেন এভারটন গোলরক্ষক টিম হাওয়ার্ড। এমন ঘটনা এর আগে মাত্র তিনবার দেখা গেছে। এভারটনের মাঠ গুডিসন পার্কের এ ম্যাচে হাওয়ার্ড খেলার প্রথম গোলটি করেন ৮০ গজ দূর থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে হতবাক করে দিয়ে। যদিও পরে দুই গোল খেয়ে ম্যাচ হেরে যায় এভারটন। এ গোল করতে পেরে  ম্যাচ শেষে হাওয়ার্ড দু:খই প্রকাশ করলেন। বললেন, প্রতিপক্ষ গোলরক্ষক া্যাডাম বোগদানের জন্য তার খারাপ লাগছে। ১০ বছর আগে অ্যাস্টন ভিলা গোলরক্ষককে বোকা বানিয়ে এই গুডিসন পার্কেই এমন কীর্তি দেখিয়েছিলেন ডেনমার্কের তারকা গোলরক্ষক পিটার স্মাইচেল। প্রিমিয়ার লীগে গোল পাওয়া অন্য দুই গোলরক্ষক  ব্রাড ফ্রিদেল ও পল রবিনসন। ‘আমার দেখা সবচেয়ে চাঞ্চল্যকর গোল এটি’-হতভম্ব বোল্টন কোচ ওয়েন কোয়েলের স্বীকৃতি।

No comments

Powered by Blogger.