মহা ধুমধামে বানরের বিয়ে

ভারতের বিহার রাজ্যে সোমবার মহা ধুমধামে বানরের বিয়ে হয়েছে। জনৈক উদেশ মাহতু বানর দুটি পুষতেন। রামদুলারি ও রামু নামের ওই বানর দুটির বিয়েতে স্থানীয় এক হিন্দু পুরোহিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বরযাত্রী ব্যান্ড বাজিয়ে বিশাল সমারোহে অনুষ্ঠানে যোগ দিয়েছিল। বরের জন্য বিশেষ গাড়িরও আয়োজন করা হয়। শত শত গ্রামবাসী তাতে অংশ নেয়। এ উপলক্ষে বেশ বড় ধরনের একটি ভোজসভারও আয়োজন করা হয়। বর-কণের জন্য বিয়ে উপলক্ষে নতুন পোশাকও বানানো হয়েছিল।

বানর দুটির মালিক মাহতু পরে স্থানীয় মিডিয়াকে বলেন, ‘রামু আমার পালিত ছেলের মতো। সে রামদুলারিকে পছন্দ করার পর আমি তার সাথে তার বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেই।’ রামুর বয়স ১৩ বছর। তিনি নেপাল থেকে এই বানরটিকে সংগ্রহ করেছিলেন। আর স্থানীয় একটি মেলা থেকে তিনি রামদুলারিকে কিনেছিলেন।

No comments

Powered by Blogger.