যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর জেই কিক্সন গতকাল জরুরি অবস্থা জারি করেছেন। মিসৌরি অঙ্গরাজ্যে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। গত ৯ই আগস্ট ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ এক নিরস্ত্র কিশোর মাইকেল ব্রাউনকে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন গুলি করে হত্যার ঘটনায় করা মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। জরুরি অবস্থা চলাকালীন পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যরকেও মোতায়েনের ঘোষণা দিয়েছে নিক্সন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। এদিকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন গ্র্যান্ড জুরি। রায়ের সুনির্দিষ্ট কোন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এ মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ গ্র্যান্ড জুরিরা সিদ্ধান্তে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জরুরি অবস্থার ঘোষণা দেন গভর্নর। ওই হত্যাকা-ের পর থেকে ফার্গুসনে বিক্ষোভ অব্যাহত ছিল।

No comments

Powered by Blogger.