মাহজাবিন হত্যা- অভিযোগ এড়িয়ে যাচ্ছে সাদাব

স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত সাবেক এমপি খান টিপু সুলতানের পুত্র সুলতান সাদাব গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দিচ্ছে পুলিশকে। গতকাল তিন দিনের রিমান্ডের প্রথম দিন স্ত্রী ডা. শামারুখ মাহজাবিন সুমির সঙ্গে পরিবারের সদস্যদের তিক্ততা, তার ব্যক্তিগত সম্পর্কসহ ও নানা বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছে সাদাব। মাহজাবিনের মৃত্যুর আগের বিভিন্ন ঘটনাগুলো বর্ণনা করেছে সে। তবে সাদাবের তথ্য অনুসারে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে সে নীরবতা পালন করে। কখনও কখনও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ও গতকাল বিকালে সাদাবকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কাজী শরিফুল। ওসি আবু বকর সিদ্দিক জানান, মাহজাবিনের সঙ্গে স্বামী হিসেবে তার সম্পর্ক কেমন ছিল এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল এসব বিষয়ে নানা তথ্য দিচ্ছে সাদাব। মাহজাবিনের মৃত্যুর আগের ঘটনাগুলো বললেও হত্যার বিষয়ে কোন তথ্য দেয়নি সে।

No comments

Powered by Blogger.