নেপোলিয়নের-এক টুপির দাম ১৮ কোটি!

দক্ষিণ কোরিয়ার এক কালেক্টর ১.৯ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিলেন ফরাসি সম্রাট নেপোলিয়নের নিলামে ওঠা টুপি। বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় সাড়ে আঠারো কোটি টাকা! দু’দিকে পয়ন্টেড এই টুপিটি খুব সম্ভবত নেপোলিয়ন ম্যারিঙ্গো যুদ্ধের সময় পরেছিলেন। পরে সেই টুপিটি উপহার হিসেবে পেয়েছিলেন নেপোলিয়নের অধীনে কাজ করা পশুচিকিৎসক। নেপোলিয়ন তার রাজত্বকালে যে ১২০টি টুপি পরেছিলেন তার মধ্যে থেকে মাত্র ১৯-টির হদিশ পাওয়া গিয়েছিল। তারই অন্যতম এই টুপিটি। যদিও সেই সময়ে নেপোলিয়নের সেনাবাহিনীতে অনেকেই এই ধাঁচের টুপি পরতেন, কিন্তু নেপোলিয়নের স্টাইল ছিল সম্পূর্ণ ভিন্ন। হবে নাই বা কেন! তিনি যে নেপোলিয়ন... যার জীবনের লক্ষই ছিল পৃথিবীর স¤্রাট হওয়ার। এহেন স¤্রাটের ব্যবহার করা টুপির দামও যে হবে আকাশ ছোঁয়া সেটাই তো স্বাভাবিক।  মোনাকোর রাজপরিবার নেপোলিয়নের ব্যবহার করা আরও কয়েকটি জিনিসের সঙ্গে এই টুপিটিকেও রেখেছিলেন প্যারিসের ফঁতেইনব্লঁ- তে হওয়া সাম্প্রতিক নিলামে। এখানে থেকে যে টাকা উঠবে তা ব্যবহার করা হবে রাজপ্রাসাদ মেরামতির কাজে।

No comments

Powered by Blogger.