২০১৩ সালে সন্ত্রাসী হামলা ১০,০০০, নিহত ১৮,০০০

বিশ্বে ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছিল। সর্বশেষ এক জরিপে বলা হচ্ছে, ২০১৩ সালে সন্ত্রাসী হামলায় নিহতের হার ৬১ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০১৪ অনুযায়ী, ২০১৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০১২ সালের তুলনায় তা ৪৪ শতাংশ বেশি। ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে সন্ত্রাসী হামলায় প্রায় ১৮,০০০ মানুষ নিহত হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অধিকাংশ প্রাণহানির জন্য দায়ী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, বোকো হারাম ও তালেবান। সন্ত্রাসবাদে সবচেয়ে ভয়াবহ শিকার ইরাক। এতে বলা হয়, সন্ত্রাসবাদের তীব্রতাই কেবল বাড়ছে না, এর পরিধিও ব্যাপকতর হচ্ছে। এদিকে ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধ সন্ত্রাসী হামলা ও নিহতের সংখ্যা বাড়ার মূল কারণ। কারণ, সিরিয়া পরিস্থিতির নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে ইরাকেও।

No comments

Powered by Blogger.