ইতালিতে ফেব্রুয়ারিতে নির্বাচন

ইতালিতে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হবে। গত শুক্রবার প্রধানমন্ত্রী মারিও মন্তি পদত্যাগ করেন। এ অবস্থায় প্রেসিডেন্ট জর্জিও নাপোতিলানো শনিবার পার্লামেন্ট ভেঙে দেন। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ গতকাল রবিবার নির্বাচনের তারিখ ঘোষণা করে।
এদিকে জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মন্তি গতকাল তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নাচক করে দিয়েছেন। পদত্যাগের পর থেকেই এ ব্যাপারে গুঞ্জন চলছিল। শুক্রবার ২০১৩ সালের বাজেট অনুমোদিত হওয়ার পর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পেশ করেন মন্তি।
ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে গত বছরের নভেম্বরে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তখন টালমাটাল অর্থনীতি সামাল দিতে দায়িত্ব নেন অর্থনীতিবিদ মন্তি। ইতিমধ্যে বারলুসকোনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.