মোদির জন্য ১৫০ কোটি রুপির গুলিনিরোধী দপ্তর

তৃতীয় দফায় ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে খোশ মেজাজে আছেন নরেন্দ্র মোদি। তাঁকে বরণ করতে প্রস্তুত নতুন বিলাসবহুল দপ্তরও। ১৫০ কোটি রুপি ব্যয়ে রাজধানী গান্ধীনগরে নির্মিত হয়েছে এই ভবন।
গড়া হয়েছে সম্পূর্ণ গুলিনিরোধক করে। পুরনো দপ্তর ছেড়ে এই নতুন ভবনেই তিনি শুরু করছেন এবারের মেয়াদ।
ভারতের সংবাদমাধ্যম জানায়, ৩৫ হাজার বর্গফুটের চার তলা এ ভবন নির্মাণের দায়িত্ব পায় রাজ্যের সড়ক ও ভবন বিভাগ। এক বছরেরও কম সময়ের মধ্যে তারা ভবনটি নির্মাণ করে। ভবনের সব জানালা ও দরজায় লাগানো হয়েছে গুলিনিরোধক কাঁচ। এতে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে। আছে মন্ত্রিসভার বৈঠকের জন্য একটি বিশেষ কক্ষ, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি। ভবনের নকশা করেছেন আহমেদাবাদের এক শীর্ষ স্থপতি। সড়ক ও ভবন বিভাগের কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রীর এ কার্যালয়ের সঙ্গে রাজ্যসভার অধিবেশন কক্ষের সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর এ কার্যালয়ের নাম রাখা হয়েছে 'পঞ্চমরুত', যার অর্থ যেখান থেকে গুজরাটের ছয় কোটি লোকের জন্য অমরত্ব সুধা প্রবাহিত হয়। অনানুষ্ঠানিকভাবে একে অনেকেই 'নর্থ ব্লক' বলে থাকে। গুজরাটে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের মধ্যে ১১৫টিতে জয় পায় বিজেপি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.