শিল্পী অন্বেষণ by ফয়েজ রেজা

মধুর কণ্ঠে গান
সুরের কলতান
জীবন কলরব
থেমে গেছে সব।
ফকির লালন সাঁই
কণ্ঠে তোলেন হাই।

ধুলোয় ওড়া সুর
মেঘ ভেজা দুপুর
অতল নদীর জল
এখনি নিষ্ফল।
হাছন রাজা কয়
এ কী অবক্ষয়!

গানের মঞ্চে ঢং
গ্রামোফোনে জং
তবলাতে নেই তাল
সুকণ্ঠের আকাল
কোকিল গেল কই?
খোঁজ পাঠ্যবই।

মাঝির কণ্ঠে গান
জলের কলতান
সুরের কলরব
থেমে গেছে সব।
শিল্পী গেল কই
খোঁজ করো টিপসই।

No comments

Powered by Blogger.