স্তন কেটে ফেলা সমাধান নয়

বর্তমান বিশ্বে স্তন ক্যানসার একটি ভয়াবহ ব্যাধি—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকে এই ক্যানসার নিরাময়ে স্তন কেটে ফেলাকে সমাধান বলে মনে করেন। কিন্তু গবেষকেরা বলছেন, ক্যানসার নিরাময়ে স্তন কেটে ফেলা কোনো সুষ্ঠু সমাধান নয়।
পুনরায় ক্যানসার ফিরে আসতে পারে। শুধু তাই নয়, নারীদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা খুব বেশি—এমন উদাহরণও অপ্রতুল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান কমপ্রিহেনসিভ ক্যানসারের গবেষণায় যুক্ত গবেষকেরা বলছেন, ক্যানসার নিরাময়ে অনেক নারীর ক্ষেত্রেই স্তন কেটে ফেলার কোনো প্রয়োজন হয় না।
ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষক সারাহ্ হউলে ও তাঁর সহযোগীরা স্তন ক্যানসারে আক্রান্ত এক হাজার ৪০০ নারীর ওপর গবেষণা চালান। এতে দেখা গেছে, স্তন ক্যানসারে আক্রান্ত প্রায় ৭ শতাংশ নারীই তাঁদের স্তন কেটে ফেলতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরা নারীদের ওই অস্ত্রোপচারে উৎসাহিত করেন বলেও গবেষণায় বলা হয়। গবেষণায় দেখা গেছে, ঝুঁকির আশঙ্কা না থাকলেও প্রায় ৭০ শতাংশ নারী ক্যানসার নিরাময়ে অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহণ করেছেন। গবেষক সারাহ্ হউলে জানান, অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া বেশির ভাগ নারীই আতঙ্কগ্রস্ত হয়ে কাজটি করেছেন।
গবেষক ক্লারা ফিসার বলেন, স্তন ক্যানসার হলে তা পুনরায় ফিরে আসার ঝুঁকি থাকে। ক্যানসারে আক্রান্ত স্তন থেকে সুস্থ স্তন আক্রান্ত হওয়ার সম্ভাবনা যতটুকু, তার চেয়েও বেশি সম্ভাবনা থাকে শরীরের অন্য অংশ ক্যানসারে আক্রান্ত হওয়ার।
তবে প্রাথমিক অবস্থায় থাকা টিউমারটি পরে ক্যানসারে রূপ নেবে কি না, তা পরীক্ষা করতে জিনগত পরীক্ষার সাহায্য নেওয়া যায়। উইমেন, কসমোপলিটন, লাটাইম্স।

No comments

Powered by Blogger.