ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির এই ট্রেনে ২২ ঘণ্টার স্থলে সময় লাগবে আট ঘণ্টা- দীর্ঘতম রেলপথে দ্রুতগামী ট্রেন

চীন বিশ্বে প্রথম দীর্ঘতম রেলপথে চালু করতে যাচ্ছে দ্রুতগামী ট্রেন। আগামী বুধবার এ ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
রাজধানী বেইজিং থেকে প্রায় দুই হাজার ২৯৮ কিলোমিটারের দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে ট্রেনটি দক্ষিণাঞ্চলের গুয়ানজোও নগর পর্যন্ত পৌঁছাবে।
ট্রেনটি ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে ছুটবে। নির্দিষ্ট পথ পাড়ি দিতে বর্তমানের ২২ ঘণ্টার স্থলে এর সময় লাগবে মাত্র আট ঘণ্টা।
গত বছরের জুলাইয়ে দ্রুতগামী এ ট্রেনের সঙ্গে এক সংঘর্ষে ৪০ জন নিহত হওয়ার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এএফপি।

No comments

Powered by Blogger.