রংপুরের প্রথম মেয়র-প্রতিশ্রুতি পূরণে মনোযোগী হতে হবে

রংপুরের প্রথম নগরপিতা নির্বাচিত হয়েছেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু। দেশের দশম এ সিটি করপোরেশনের অধিবাসীদের বিপুল প্রত্যাশা তার কাছে। তিনি নিজেও নির্বাচনের আগে বিস্তর প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজয়ী হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র হিসেবে প্রথম কাজ সম্পর্কে বলেছেন_ 'প্রথমে রংপুরকে একটি সুন্দর নগর হিসেবে গড়ে তুলতে কাজ করব। রাস্তা ও ড্রেন নির্মাণ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। এরপর সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্যাস লাইনের জন্য আন্দোলন গড়ে তুলব।' আমরা আশা করব যে, এসবের পাশাপাশি জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিও তিনি মনোযোগী হবেন। এক সময়ে জাতীয় পার্টির জেলা নেতৃত্বে ছিলেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু। বর্তমানে আওয়ামী লীগের নেতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজার রহমান মোস্তফা ২৮ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। তৃতীয় হয়েছেন একেএম আবদুর রউফ মানিক। পরাজিত এ দু'জনকেই দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচন করার কারণে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। ভোটের ফল বিশ্লেষণে দেখা যায়, নির্বাচিত মেয়রের তুলনায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর মিলিত ভোটের সংখ্যা বেশি। কিন্তু তারা কেউই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি কিংবা কারচুপির অভিযোগ আনেননি। বলা যায়, নবনির্বাচিত মেয়রের জন্য এ ধরনের পরিস্থিতি স্বস্তিদায়ক। দলীয় ও স্বজন তোষণের ঊধর্ে্ব ওঠার জন্য সহায়ক। এটা ঠিক যে, স্থানীয় সরকারের ক্ষমতা সীমাবদ্ধ। ক্ষমতা কেন্দ্রীভূত কেন্দ্রীয় সরকার তথা মন্ত্রণালয়ের। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের হাতে তাদের আদৌ উৎসাহী নয়। আবার স্থানীয় সরকারের এসব সংস্থাও ভোটের স্বার্থ বিবেচনায় রেখে জনসাধারণের ওপর কর ধার্য করে আয় বাড়াতে উৎসাহী থাকে না। রংপুরের নতুন নগরপিতা আয় বাড়ানোর জন্য রংপুরবাসীর ওপর কর বাড়াতে কতটা উদ্যোগী হবেন সেটা সময়ই বলে দেবে। তবে তিনি 'দাবি আদায়ে আন্দোলনের পথ' গ্রহণ করবেন জানিয়েছেন। এতে দ্রুত সাফল্য নিশ্চিত নয়। কারণ এ ধরনের সমস্যা অন্যান্য সিটি করপোরেশনেও রয়েছে। সবারই অভিন্ন দাবি_ সরকারি বরাদ্দ বাড়াতে হবে। এ দাবি যৌক্তিক। তবে স্থানীয় সরকারগুলো এলাকার উন্নয়নে বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে পারলেও কিন্তু জনগণের কল্যাণ হবে।

No comments

Powered by Blogger.