মেছো বিড়াল ধরে বনে ছেড়ে দিলেন আদিবাসীরা

মেছো বিড়ালটি লোকালয়ে এসে হামলে পড়েছিল মানুষের ওপর। একজনকে কামড়ও দেয়। কামড় খেয়ে কায়দা করে অক্ষত অবস্থায় ধরে সেটিকে নিরাপদে বনে ছেড়ে দিয়েছেন আদিবাসীরা। সিলেট শহরতলির খাদিমপাড়ায় আদিবাসী পাত্র-অধ্যুষিত দলইপাড়ায় গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
বন বিভাগের মাধ্যমে দুপুরে মেছো বিড়ালকে সিলেটের সংরক্ষিত বনাঞ্চল খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এলাকাবাসী জানান, মেছো বিড়ালটি গত শনিবার মধ্যরাতে দলইপাড়ায় লোকালয়ে ঢুকে ১৫টি হাঁস খেয়ে ফেলে। ভোরে গৃহস্থ দুর্গা পাত্র আদিবাসী একদল তরুণ নিয়ে ফাঁদ পেতে আটক করার চেষ্টা করেন। এ সময় মেছো বিড়ালটি কামড় দেয় মেঘনা পাত্রকে। কামড় খেয়েও মেঘনা পাত্র খাঁচায় পুরে ফেলেন।
সিলেটের সংরক্ষিত খাদিমনগর বনাঞ্চলের (বিট) কর্মকর্তা সাদ উদ্দিন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমের উপস্থিতিতে মেছো বিড়ালটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। তাঁরা জানান, বিড়ালটি পরিণত বয়সের হওয়ায় অক্ষত অবস্থায় ধরতে বেগ পেতে হয়েছে। এর পরও জন্তুটিকে অক্ষত ধরতে সক্ষম হওয়ায় আদিবাসীরা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে। দুপুরে সুস্থ অবস্থায় মেছো বিড়ালকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) সভাপতি গৌরাঙ্গ পাত্র প্রথম আলোকে জানান, বন্য প্রাণী সংরক্ষণে আদিবাসীরা স্বভাবগতভাবে সহানুভূতিশীল। এ জন্য অক্ষত অবস্থায় ধরতে গিয়ে মেছো বিড়ালটি মেঘনা পাত্রের ডান হাতে কামড় দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাঁর চিকিৎসা করানো হয়েছে।

No comments

Powered by Blogger.