অবহেলিত পথ শিশুদের পাশে এগিয়ে আসতে হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, অবহেলিত পথশিশুদের পাশে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল রোববার সংসদের আইপিডি সম্মেলনকক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত শিশু সুরক্ষাবিষয়ক আলোচনা সভায় ডেপুটি স্পিকার এ কথা বলেন। তিনি আসন্ন সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে প্রত্যেক সাংসদকে সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের বিষয়ে কথা বলার আহ্বান জানান।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ এম এ মান্নান, মোহাম্মদ সিরাজুল আকবর, মো. জিয়াউল হক মৃধা, সৈয়দা জেবুন্নেছা হক, বেবী মওদুদ, ফজিলাতুন নেসা, আসমা জেরীন, শাম্মী আক্তার ও সৈয়দা আশিফা আশরাফী। আলোচকেরা শিশু সুরক্ষাবিষয়ক পার্লামেন্টারি ককাস গঠন করার ওপর গুরুত্বারোপ করেন। তথ্য বিবরণী।

No comments

Powered by Blogger.