নৌবাণিজ্য বন্দরগুলো বাঁচাতে হবে

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে বাস্তব ক্ষেত্রে কাজ করতে হবে সবার আগে। দেশের মানুষকে বাঁচাতে হলে দেশের অস্তিত্বকে রক্ষা করতে হবে। দেশের অস্তিত্ব রক্ষার তাগিদে দেশের নৌ ও বাণিজ্য বন্দরগুলোকে রক্ষা করতে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এজন্য সৃষ্ট পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনা কমিশনের মাধ্যমে মন্ত্রী পরিষদে অনুমোদন করে অর্থ মন্ত্রণালয় হতে অর্থ বরাদ্দ দিয়ে যথাযথভাবে বাস্তবে কাজ করতে হবে। সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য বন্দরগুলো চালু রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আশা করি। একটি দেশে উন্নতির প্রসার ঘটাতে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে নৌ-বাণিজ্য বন্দরগুলোকে চালু রাখতে হবে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নৌপথের জন্য এক স্থান হতে অন্যস্থানে আনা-নেয়া করে থাকে সরকার ও ব্যবসায়ীরা। এছাড়া পেট্রোল, তেল, কেরোসিন প্রভৃতি তরল পদার্থ চট্টগ্রাম থেকে ঢাকায় ও পরবর্তীতে ঢাকা থেকে দেশের দূর-দূরান্তে নদীপথে পৌঁছে দিতে হয় জলযানযোগে। চাল, ডাল, তরিতরকারি তথা খাদ্যদ্রব্য নৌবন্দরের মাধ্যমে সব বাণিজ্য বন্দর ও হাটবাজারগুলোতে পৌঁছাতে হয়। দেশের বাণিজ্য নগরীগুলোকে সচল রাখতে ব্যবস্থা নিতে হবে জরুরী ভিত্তিতে। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার অত্যন্ত জরুরী।

এমএম আলী
সূত্রাপুর, ঢাকা।

No comments

Powered by Blogger.