কবুতরের পায়ে বিশ্বযুদ্ধের সংকেত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি কবুতরের পায়ে সাংকেতিক বার্তার মাদুলি বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল। ইউরোপের যুদ্ধক্ষেত্র থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে কবুতরটি একসময় ইংল্যান্ডে পৌঁছায়। সেখানে একটি বাড়ির চিমনিতে বসে সেটি।
দীর্ঘ যাত্রার ক্লান্তি বা অন্য কোনো কারণে কবুতরটি আর পাখা মেলতে পারেনি। ৭০ বছর পর ঝাড়পোছ করতে গিয়ে মাত্র সেদিন কবুতরটির কঙ্কাল পেলেন বাড়ির মালিক। পাখিটির পায়ের হাড়ে মাদুলির মতো ছোট্ট কৌটায় পাওয়া যায় ওই সাংকেতিক বার্তা।
বিষয়টি ব্রিটেনের গোয়েন্দাদের পর্যন্ত বেকায়দায় ফেলে দিয়েছে। গত শুক্রবার একটি গোয়েন্দা সংস্থা জানায়, তারা সংকেতের অর্থ, বা প্রেরক-প্রাককের নাম কিছুই উদ্ধার করতে পারছে না। কাগজটিতে পাঁচ বর্ণের ২৭টি শব্দগুচ্ছ আছে। সূত্র : স্কাই নিউজ।

No comments

Powered by Blogger.