এফবিসিসিআই নির্বাচন-আকরাম উদ্দিনের প্যানেল জয়ী

দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। চেম্বার গ্রুপের ১৫টি পরিচালক পদের মধ্যে কাজী আকরাম উদ্দিন আহমেদের প্যানেলের ১১ জন এবং আনিসুল হক সমর্থিত গণতান্ত্রিক পরিষদের চারজন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপের ১৫টি পরিচালক পদের ভোট গণনা রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। ৪৮টি পরিচালক পদে ৩০ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাকি ১৮ জন মনোনীত হন সরাসরি। এই ১৮ জনের মধ্যে ৯ জন চেম্বার গ্রুপে এবং অন্য ৯ জন অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্য।
চেম্বার গ্রুপের নবনির্বাচিত পরিচালকরা হলেন : আমিনুল হক শামীম (২৬২ ভোট), রেজাউল করিম রেজনু (২৪৯), বজলুর রহমান (২৪০), মনোয়ারা হাকিম আলী (২৩৯), আনোয়ার সাদাত সরকার (২১৭), মমতাজ উদ্দিন (২১৩), গোলাম মোস্তফা তালুকদার (২১২), কহিনুর ইসলাম (২১০), প্রবীর কুমার সাহা (২০৯), এ কে এম শাহেদ রেজা (২০৮), আবদুল ওয়াহেদ (২০৩), মো. জালাল উদ্দিন আহমেদ ইয়ামিন (১৯৭), তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান (১৯৭), সিরাজুল হক (১৮৮) ও বিজয় কুমার খিজিরওয়াল (১৮৫ ভোট)।

No comments

Powered by Blogger.