উখিয়া থেকে আরেকটি বুদ্ধ মূর্তি উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব দরগাহবিল হাতিমুরা এলাকা থেকে গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় আরও একটি বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) চট্টগ্রাম-৭-এর কক্সবাজার অঞ্চলের সদস্যরা এই মূর্তি উদ্ধার করেন।


পিতলের তৈরি মূর্তিটির উচ্চতা প্রায় ১৫ সেন্টিমিটার। ওজন এক কেজি ১০ গ্রাম। তবে মূর্তি পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্বদানকারী র্যা ব কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলম এর সত্যতা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দুর্গম বনাঞ্চলের হাতিমুরা গ্রামে অভিযান চালিয়ে বুদ্ধমূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধমন্দির থেকে লুট করা হয়েছিল। এর আগে গত ২৫ অক্টোবর রামুর কচ্ছপিয়া এলাকা থেকে র্যা বের সদস্যরা আরেকটি বুদ্ধমূর্তি উদ্ধার করেন।

No comments

Powered by Blogger.