'মমতাও জানেন তৃণমূলের কর্মীরা চাঁদাবাজি করছে'

নতুন করে অস্বস্তির মধ্যে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সদস্য কবীর সুমনের পর এবার পশ্চিমবঙ্গের মন্ত্রিপরিষদের সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।
তাঁর দাবি, তৃণমূল সভানেত্রী মমতাও কর্মীদের চাঁদাবাজির কথা জানেন।
গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার রদবদল হয়েছে। এতে রবীন্দ্রনাথকে কৃষি থেকে সরিয়ে পরিসংখ্যান বিভাগের দায়িত্ব দেওয়া হয়। তবে এখনো শপথ নেননি রবীন্দ্রনাথ। গত কয়েক দিন কর্মস্থলেও যাননি তিনি।
গত সোমবার রাতে সিঙ্গুরে নিজ বাড়িতে একটি টেলিভিশন চ্যানেলকে রবীন্দ্রনাথ বলেন, 'আমার ভাবতে কষ্ট হচ্ছে, তৃণমূলের নেতা-কর্মীরা যথেচ্ছভাবে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন।
এমনকি আমি যে স্কুলের শিক্ষক ছিলাম, সেই স্কুলেও চাঁদাবাজি করেছেন তাঁরা।' এসব ঘটনা মুখ্যমন্ত্রীর অগোচরে হচ্ছে না বলে দাবি করেন সাবেক এই শিক্ষক। নতুন দায়িত্বে শপথ না নেওয়া প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেন, মন্ত্রিত্ব নিয়ে তাঁর লোভ নেই। সরকারের অবস্থান বোঝার চেষ্টা করছেন। শিগগিরই নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি।
এর আগে কবীর সুমনও তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে একই রকম অভিযোগ করেছেন।

No comments

Powered by Blogger.