প্রতিক্রিয়া- দরকার মানসিকতার পরিবর্তন

নারীমঞ্চে ‘শর্ত: বিয়ের পর বউ চাকরি করতে পারবে না’ লেখাটি প্রকাশ করার জন্য ধন্যবাদ। বস্তুত লেখাটিতে আমাদের তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের মুখোশ উন্মোচিত হয়েছে। কারণ, আমাদের আশপাশে এমন অনেক শিক্ষিত পরিবার সচরাচর দেখা যায়, যারা ছেলের বউ হিসেবে শিক্ষিত মেয়ে আশা করে, কিন্তু মেয়েটি চাকরি করে স্বাবলম্বী হতে চাইলে তাদের ঘোরতর আপত্তি।
এমনকি সমাজে এমন অনেক পুরুষ দেখা যায়, যাঁরা চাকরিজীবী নারীদের সম্পর্কে যেকোনো নেতিবাচক মন্তব্য করতে পিছপা হন না। এটা আসলে তাদের হীন মানসিকতারই পরিচয় দেয়। একটি মেয়ে কর্মজীবনে ঢুকতে চাইলে তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হয়, তাঁকে স্বামী-সংসার সামলে জীবিকা নির্বাহে অবতীর্ণ হতে হয়। যে নারী সংসারজীবন সামলে কর্মজীবনেও সফল, তিনি অবশ্যই কৃতিত্বের দাবিদার আর স্বাবলম্বী নারীর সন্তানেরা মাকে তাদের আদর্শ হিসেবে দেখে, যেটা তাদের জীবনে বিরাট অনুপ্রেরণার উৎস। সুতরাং, সমাজ পরিবর্তনে নারীদের কেবল শিক্ষিত হওয়াটা যথেষ্ট নয়, দরকার নারীদের কর্মজীবনে প্রবেশ করে সফল হওয়ার জন্য সমাজের মন-মানসিকতার পরিবর্তনের।
মিতা মেহজাবিন
মোহাম্মদপুর, ঢাকা।

No comments

Powered by Blogger.