হামিদ মীরের ওপর হামলার দায় স্বীকার টিটিপির

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরের ওপর হামলা চেষ্টার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেন, ধর্ম নিরপেক্ষতার আদর্শ নিয়ে যিনিই এগোতে চাইবেন, তাঁকেই টিটিপির হামলার মোকাবিলা করতে হবে।
এদিকে সন্ত্রাসবাদ রুখতে মীরের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছে মালালা ইউসুফজাই। জিয়ো টেলিভিশনের নির্বাহী সম্পাদক মীরের প্রাণনাশের চেষ্টার ঘটনার পর গত সোমবার টেলিফোনে আলাপকালে এ ইচ্ছার কথা জানায় মালালা।
গতকাল মঙ্গলবার হামিদ মীরের ওপর হামলার দায় স্বীকার করে এহসান বলেন, এই সাংবাদিক ইসলামী আদর্শের বিরুদ্ধে কাজ করেন। এহসান হুঁশিয়ার করে বলেন, তাদের 'জিহাদের' বিরুদ্ধচারীদের ওপর হামলা অব্যাহত থাকবে।
গত সোমবার হামিদ মীরকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়িতে বোমা পাতা হয়। পরে নিরাপত্তা বাহিনী তা নিষ্ক্রীয় করে। সূত্র : ডন, জিনিউজ।

No comments

Powered by Blogger.