চিকিত্সার জন্য কিউবা যাচ্ছেন চাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের চিকিত্সার জন্য আবারও কিউবা যাচ্ছেন। দেশটির এক শীর্ষ আইনপ্রণেতা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
চিকিত্সার জন্য আবারও কিউবা যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দেশটির কংগ্রেসের কাছে একটি চিঠি লিখেছেন চাভেজ। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চাভেজকে চিকিত্সার জন্য কিউবা যাওয়ার অনুমতি দিয়েছে কংগ্রেস। ক্যানসারের চিকিত্সার অংশ হিসেবে সেখানে তিনি আরও কেমো ও রেডিয়েশন থেরাপি নেবেন।
২০১১ সালের জুনে হুগো চাভেজের ক্যানসার ধরা পড়ে। তবে ক্যানসারের ধরন সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। এরপর বেশ কয়েকবার কিউবায় চিকিত্সা নিয়েছেন তিনি। ক্যানসারের কারণে প্রেসিডেন্ট নির্বাচনে চাভেজের অংশ নেওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ৫৮ বছর বয়সী এই সমাজতন্ত্রী ভালোভাবেই তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

No comments

Powered by Blogger.