সবচেয়ে উঁচু সেতু

নাম: বালুয়ার্তে অবস্থান: মেক্সিকো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে বালুয়ার্তে সেতুকে স্বীকৃতি দিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলে সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল পর্বতমালার একটি সংকীর্ণ উপত্যকাকে যুক্ত করেছে বালুয়ার্তে নামের এই সেতু।
সেতুর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার (এক হাজার ৩২২ ফুট),
সেতুটির দৈর্ঘ্য এক হাজার ১২৪ মিটার (তিন হাজার ৬৮৭ ফুট)। একটি মহাসড়কের অংশ হিসেবে সেতুটি নির্মাণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু এই সেতু মেক্সিকোর মাজাটলান ও ডুরাঙ্গো এলাকাকে সংযুক্ত করেছে।

No comments

Powered by Blogger.