চারুকলার পথিক by লাবনী খন্দকার

৮ জুন ঢাকা আর্ট সেন্টারে শেষ হলো চারুকলার দাদু প্রয়াত মমিন আলী মৃধাকে নিয়ে এক প্রদর্শনী। আলোকচিত্রী সাহাদাত পারভেজের তোলা দাদুর কিছু ছবি ও তাঁর তৈরি কিছু শিল্প নিয়ে হয় এই প্রদর্শনী। ১ জুন প্রদর্শনীর উদ্বোধনে দাদুকে নিয়ে স্মৃতিচারণা করেন সাহাদাত পারভেজ।


তিনি বলেন, ‘দাদুকে আমি খুঁজে পেয়েছি একজন রবীন্দ্রনাথ, একজন লালন এবং একজন পথভোলা পথিকের রূপে।’
সাহাদাত পারভেজের তোলা দাদুর ৭০টি ছবি নিয়ে অ্যালবাম প্রকাশ করেছে ঐতিহ্য। এদিন শতবর্ষের পথিক শিরোনামে বইটির মোড়ক খোলা হয়। এদিন উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী রফিকুন নবী প্রমুখ। শিল্পী রফিকুন নবী বলেন, ‘দাদু ছিলেন সদা হাসিখুশি একজন। তাঁকে প্রায়ই দেখতাম হাসিমুখে নানা গল্প করতে।’
শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ‘মমিন আলী কেমন মানুষ ছিলেন তা বোঝা যায় সাহাদাত পারভেজের কাজের মধ্য দিয়ে। এত ভালোবাসা নিয়ে প্রতিটা ছবি তুলেছেন আলোকচিত্রী।’
বইটির প্রকাশে সহযোগিতা করেছে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান এয়ারটেল।

No comments

Powered by Blogger.