ছবি তোলাবেন?

আজকের ছবি আগামী দিনের স্মৃতি। সবাই চায় স্মৃতি ধরে রাখতে, আনন্দের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করে রাখতে; যাতে এই ছবিগুলো দেখেই পুরোনো দিনে ফিরে যাওয়া যায়। আর ছবি তোলার বিষয়টি ভালোভাবে সম্পন্ন করতে পারেন একজন পেশাদার ও ভালো চিত্রগ্রাহক।


তাই বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে আপনি সাহায্য নিতে পারেন এমন একজন আলোকচিত্রীর, যিনি আপনার ছবি তোলার পর সুনিপুণভাবে নান্দনিকতা বজায় রেখে তা তুলে দেবেন আপনার হাতে। বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক ছবি, অফিসে বিশেষ কোনো ব্যক্তির আগমনে অনুষ্ঠানের ছবি তুলতে আপনি সাহায্য নিতে পারেন একজন আলোকচিত্রীর। এ ছাড়া এখন অনেকেই মডেলিং করার জন্য আলাদা করে ফটো সেশন করেন। এখন বিভিন্ন প্রতিষ্ঠান ছবি তোলার কাজ করছে। ছবি তোলার খরচ কেমন? এর উত্তর জানালেন ওয়েডিং চ্যাপেলের প্রশাসনিক কর্মকর্তা ও আলোকচিত্রী সুমন ইউসুফ। তিনি জানান, মূলত কতক্ষণ ধরে ছবি তুলতে হবে, তার ওপর ছবি তোলার খরচটা নির্ভর করে। এ ছাড়া কত বড় অনুষ্ঠান বা এতে কতজন আলোকচিত্রী লাগবে অথবা কত কপি ছবির প্রিন্ট লাগবে—এসবের ওপরও ছবি তোলার খরচ নির্ভর করে। ছবি তোলার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, তিন থেকে চার ঘণ্টার অনুষ্ঠানের ছবি তুলতে খরচ পড়বে মোটামুটি ৫ থেকে ১০ হাজার টাকা। এতে ১০০ কপি ফোর আর সাইজের ছবির প্রিন্ট থাকবে ও ডিভিডি রেকর্ড থাকবে। এ ছাড়া সারা দিনের জন্য ছবি তোলার কাজ করাতে চাইলে খরচ পড়বে ৬ থেকে ১২ হাজার টাকা। এই প্যাকেজের সঙ্গে অনেক ছবির প্রিন্ট ও ডিভিডি সরবারহ করা হবে। আর বেশ জাঁকজমকপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের জন্য যদি একাধিক আলোকচিত্রীকে ছবি তোলার কাজে লাগাতে চান, তাহলে এর খরচ পড়বে ১০ থেকে ২০ হাজার টাকা। বিভিন্ন প্রতিষ্ঠান ও আলোকচিত্রীর মধ্যে খরচের কিছুটা তারতম্য হতে পারে।

কিছু প্রতিষ্ঠানের ও আলোকচিত্রীর নাম-ঠিকানা দেওয়া হলো:
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি
সড়ক-২, বাড়ি-১, ধানমন্ডি, ঢাকা।
পারসোনা স্টুডিও
সড়ক-২৭ (পুরাতন), বাসা-৩১২, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৮১১০১৭৯।
রেড
রোড-৭, বাসা-৩৯, ব্লক-জি বনানী, ঢাকা।
আক্কাস মাহমুদ
কালার প্লাস, ইস্কাটন, ঢাকা
ফোন: ০১৭১৫০০৫৬৭৬।
ওয়েডিং ডায়েরি
মোহম্মদিয়া সুপার মার্কেট, সোবহানবাগ, ঢাকা। ফোন: ০১৯২৪২৭৭২৭৭।
ওয়েডিং চ্যাপেল
ফোন: ০১৭১৬৪৮০৫০৩।
এক্সপোজার
মোতালিব প্লাজা, ঢাকা।
ফোন: ০১৭১৫৯১১১৮৮।
আশীষ সেনগুপ্ত ফটোগ্রাফি
ফোন: ০১৭১১৫৩৮৬১৯।
সাফাওয়াত খান সাফু ফটোগ্রাফি
ফোন: ০১৭১১১৩৯৩৮০।
আনন পোট্রেট স্টুডিও
দোকান-৬, ব্লক-এ
লেভেল-৫ বসুন্ধরা সিটি,ঢাকা।
ফোন-০১১৯৯০৪৯৫০১।

No comments

Powered by Blogger.