ছাড় দেবে না বিএনপিঃ মঙ্গলবার সন্ধ্যায় খালেদার সংবাদ সম্মেলন

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়া ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন শক্তি কাজ করছে বলে যেসব তথ্য বিএনপি চেয়ারপারসনের কাছে রয়েছে তাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
এদিকে, বৈঠক শেষে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বাংলানিউজকে বলেছেন, `এটা ছাড় দেওয়ার কোনো বিষয় নয়। ইলিয়াসকে ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ আজ যদি এটাকে ছাড় দিই তাহলে শুধু বিএনপি নয় এর পরিণতি সাধারণ মানুষকেও ভোগ করতে হবে।`

স্থায়ী কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ``আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী জানেন ইলিয়াস কোথায় আছেন।`

গত এপ্রিল রাতে ইলিয়াস আলী নিখোঁজ হন। এরপর এ ঘটনার প্রতিবাদে বিএনপি রবি ও সোমবার দেশজুড়ে হরতাল কর্মসূচি পালন করেছে এবং মঙ্গলবারেও রয়েছে দেশব্যাপী হরতাল কর্মসূচি।

মঙ্গলবারের হরতাল শেষেই খালেদা জিয়া এ সংবাদ সম্মেলন করবেন।

No comments

Powered by Blogger.