সামনে অস্থির রাজনীতি: নাগরিক অভিমত-আমাদের বেশি মূল্য দিতে হবে by মোজাফ্ফর আহমদ

রাজনৈতিক সংঘাত দেশকে যে পথে নিয়ে যাচ্ছে, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আমাদের অনেক বেশি মূল্য দিতে হবে। আমরা একটি সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। মানুষআতঙ্কিত হয়ে পড়ছে। এটা খুবই চিন্তার বিষয়।
তবে আশার দিকও আছে। তা হচ্ছে সাধারণ মানুষ এসব সংঘর্ষ-সংঘাতের বাইরে এবং তারা বিচার করতে শিখেছে। কার কী করা উচিত কিংবা উচিত নয়, আর কে কী করছে, তা খুব ভালোভাবেই বিচার-বিবেচনা করছে তারা।
রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ পথ অনুসরণ করেনি, করছেও না। সংসদে বিতর্ক হওয়া দরকার। কিন্তু তা হতে পারছে না। ফলে বিতর্ক চলে আসছে রাস্তায়। সে ক্ষেত্রে সংসদে বিতর্কের ভাষা এবং রাজপথের ভাষা তো এক হবে না। সেটা যেমন হওয়ার তেমনই হচ্ছে। কিন্তু এর পরিণতি ভালো হতে পারে না।
দেশের মানুষ যেহেতু বিচার-বিবেচনা করতে শিখেছে, তখন শেষ পর্যন্ত আমরা ভালোর দিকেই যাব বলে আশা করা যায়। নির্বাচনই সে পথে যাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু বর্তমান সংঘাতের পরিস্থিতি থেকে সেই সুষ্ঠু নির্বাচনের অবস্থায় ফিরতে যে অনেক মূল্য দিতে হবে, এ কথাও ঠিক।
অধ্যাপক মোজাফ্ফর আহমদ: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি

No comments

Powered by Blogger.