মন্দা সত্বেও বাংলাদেশের পণ্যের চাহিদা রয়েছে: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হ্যানা বলেছেন, বাংলাদেশের রফতানি ধারাবাহিকভাবে বাড়ছে। ইউরোপে মন্দা বিরাজ করা সত্বেও বাংলাদেশের পণ্যের চাহিদা রয়েছে। এটি এ দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। আজ কনফরমিটি অ্যাসেসম্যান্ট ফর এশিয়ান ডেভলপিং ইকোনোমিস শীর্ষক দুই দিনব্যাপি আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ অ্যাক্রিডিটিশন বোর্ড (বিএসটিআই), বাংলাদেশ স্ট্যান্ডার্ট অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট ও ইউনাইটেড ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভলাপম্যান্ট অর্গানাইজেশন কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে। কর্মশালয় এশিয়ার মোট দশটি দেশ অংশগ্রহণ করছে। এরমধ্যে রয়েছে-আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মালদ্বীপ, লাউস, কম্বডিয়া, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধি।

No comments

Powered by Blogger.