কবিতা উৎসব শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আজ থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপিত ড. আনোয়ার হোসেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক আসলাম সানি এবং  জাতীয় কবিতা পরিষদের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। এর আগে র‌্যালির মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালি শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উৎসবের শুরু হয়।

No comments

Powered by Blogger.