অর্থনীতিতে সংকট নেই বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থনীতিতে কোন সংকট নেই। গণমাধ্যম ও সুশীলসমাজ যে সংকটের কথা বলেছে তা একেবারেই ঠিক নয়। তবে বিশ্বমন্দার কারণে দেশের সামগ্রিক অর্থনীতিতে কিছুটা মন্থর গতি রয়েছে। আজ বুধবার সকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন  অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে অর্থনীতি কালো ছায়ার মধ্যে রয়েছে বলার একদিন পর একথা বললেন অর্থমন্ত্রী। এফবিসিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মঞ্জুর এলাহী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড.কাজী খলিকুজ্জামান, সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মাদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ তারেকসহ ব্যবসায়ী নেতারা।

No comments

Powered by Blogger.