ইভিএমকে সহজবোধ্য করতে বুয়েটকে নির্দেশ দিল ইসি

ইভিএমকে আধুনিক ও ভোটারদের কাছে আরো সহজবোধ্য করতে বুয়েটকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) একটি নতুন মডেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তারা চিন্তা করছে ওই মেশিনের সাহায্যে ফলাফল প্রিন্টের ব্যবস্থা করার। নতুন মডেল এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে উপস্থাপনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্ত ইন্সটিটিউটকে বলা হয়েছে। ইভিএমের জন্য আলাদা একটি প্রকল্প নেয়ার কথা উল্লেখ করে একজন কমিশনার বলেছেন, বর্তমানে নির্দিষ্ট সফটওয়ারে ইভিএম জনপ্রিয় হলেও তাতে ভোটগ্রহণের পর বিভিন্ন পরামর্শ পাওয়া গেছে। এ কারণে আগামীর জন্য ‘স্মার্ট মডেল’ করা হচ্ছে। ভোটের ফল প্রিন্ট দেওয়ার ব্যবস্থার পাশাপাশি ব্যালট ইউনিটের বোতামের ওপরে প্রতীক দেখানোর ব্যবস্থাও রাখা হবে।

No comments

Powered by Blogger.