অ্যাওয়ার্ড পেলেন অপি

জার্মান একাডেমিক এঙচেঞ্জ সার্ভিসের আওতায় স্কলার অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী অপি করিম। জার্মানের বুনেবর্গে অ্যানহাল্ট ইউনিভার্সিটিতে ল্যান্ডস্ক্যাপ আর্কিটেকচারে ইন্টারন্যাশানাল মাস্টার্স প্রোগ্রামের থার্ড সেমিস্টারের সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। শেষ বর্ষের পরীক্ষায় ভালো ফলাফল করায় অ্যানহাাল্ট ইউনিভার্সিটি থেকে তাকে অ্যাওয়ার্ড ফর এঙামপ্লেরি পারফর্মেন্স প্রদান করে। ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ড. আয়নার কেজলার আনুষ্ঠানিকভাবে সোমবার সন্ধ্যয় ক্যাম্পাস অডিটোরিয়ামে তার হাতে পুরস্কারটি তুলে দেন। এই অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে রয়েছে স্কলার সার্টিফিকেট, ক্রেস্ট এবং প্রাইজমানি ১০০০ ইউরো। একাডেমিক রেজাল্টের পাশাপাশি সামগ্রিক কর্মকান্ড মূল্যায়নের পর তাকে তাদের ব্যাচের অ্যাওয়ার্ড ফর এঙামপ্লেরি পারফর্মেন্স প্রদানের জন্য মনোনীত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অ্যানহাল্ট ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট আয়নার কেজলার অপি করিমকে একটি বড় সম্পদ বলে উল্লেখ করেন। তার পারিবারিক সূত্র জানিয়েছে, অপি করিমকে বিভিন্ন প্রজেক্ট ও থিসিসের কাজে আরো দেড় মাস জার্মানিতে থাকতে হবে। মার্চে তার দেশে ফেরার সম্ভাবনা আছে। 

No comments

Powered by Blogger.