টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ জানাতে সিলেট যাচ্ছেন ড. কামাল

স্টাফ রিপোর্টার: টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের প্রতিবাদ জানাতে আগামী ১১ই জানুয়ারি সিলেট যাচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সংগঠনের নেতা, সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শেখ আখতার-উল ইসলাম গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, সিলেট তথা ভাটি অঞ্চলের ১৬ জেলার মানুষের জীবন-জীবিকার প্রশ্নে এ বাঁধ রুখতে হবে। উদ্বিগ্ন  পৃষ্ঠা ২০ কলাম ৬
মানুষের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করতে বিভাগীয় সদরসহ জেলা-উপজেলায় তার সফরের কর্মসূচি রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে ড. কামালের সফর সফল করতে সুরমা ও কুশিয়ারা বিধৌত  সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এডভোকেট আখতার। এসব সভা থেকে টিপাইমুখ বাঁধ নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ভারতের প্রতি জোর দাবি জানানো হয়। উপজেলা গণফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার শিবুপ্রসাদ দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাদিক আহমেদ, বাবর আহমেদ চৌধুরী, আবুল হোসেন মেম্বার, ইশরাক আলী, সাংবাদিকদের মধ্যে মাহবুবুর রহমান চৌধুরী, শহিদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম, শাহিন আলম শাহেদ, এডভোকেট কবির আহমদ বাবর, আবুল হাসনাত ও মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.