দুর্গাপুরে ১০ বাড়িতে হামলা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আশুগঞ্জের দুর্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে ১০টি বাড়িতে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাদের হামলায় ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়, জেলা সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আনোয়ারা বেগম (৫৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের হাজী কাছম আলীর বাড়ির লোকজনের সঙ্গে জারু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে ইউপি নির্বাচনের জের ধরে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকালে জারু মিয়ার বাড়ির গোলাপ মিয়া ও হাজী কাছম আলীর বাড়ির জসিমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বিকালে জারু মিয়ার বাড়ির রোমান মিয়া ও গোলাপ মিয়ার নেতৃত্বে তাদের লোকজন হাজী কাছম আলীর বাড়ির লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় তাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে জানান হাজী কাছম আলীর বাড়ির আবু সাঈদ। এ ঘটনায় মামলা হয়েছে।

No comments

Powered by Blogger.