রাজধানী উচ্চ বিদ্যালয় পরবর্তী রাউন্ডে

স্পোর্টস রিপোর্টার: ইসলামী ব্যাংক জাতীয় স্কুল ফুটবল ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের ডি গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে রাজধানী উচ্চ বিদ্যালয়। গতকাল ফাইনালে তারা শুট আউটে ৩-২ গোলে হারিয়েছে বিএএফ শাহীন কলেজকে। এর আগে ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় রাজধানী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে হারায় গভ: হাইস্কুলকে। এ জয়ে গ্রুপের সেমিফাইনালে ওঠে রাজধানী উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের পক্ষে জয়সূচক গোলটি করেন তাসবির। একাই গ্রুপের দ্বিতীয় ম্যাচে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল শুট আউটে ৪-১ গোলে হারায় গভঃ বিজ্ঞান কলেজ সংযুক্ত স্কুলকে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। এ জয়ে গ্রুপের সেমিফাইনাল নিশ্চিত করে শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল। গ্রুপের তৃতীয় ম্যাচে কসাইটুলি মুসলিম একাডেমী ১-০ গোলে  আগারগাঁও আদর্শ হাইস্কুলকে হারিয়ে গ্রুপের শীর্ষ চারে জায়গা করে নেয়। বিজয়ীদের পক্ষে সোয়েব জয়সূচক গোলটি করেন। একই মাঠের চতুর্থ খেলায় বিএএফ শাহীন কলেজ ৩-০ গোলে হারায় গজমহল ট্যানারি হাইস্কুলকে। নাবিল, শাওন ও হোসেন প্রত্যেকেই একটি করে গোল করে শাহীন কলেজকে সেমিফাইনালে তুলে দেয়। গ্রুপের প্রথম সেমিফাইনালে সবুজের জোড়া গোলে রাজধানী উচ্চ বিদ্যালয় ২-০ গোলে হারায় বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলকে। অপর সেমিফাইনালে শাহীন কলেজ শুট আউটে ৫-৪ গোলে কসাইটুলিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত খেলায় কোন দলই গোল পায়নি।

No comments

Powered by Blogger.