বখাটের উৎপাতে করিমগঞ্জে স্কুলে যেতে পারছে না ফারজানা

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা: করিমগঞ্জে এক বখাটের উৎপাতে বিদ্যালয়ে  যেতে  পারছে না ফারজানা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী। তার লেখাপড়া বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। সে উপজেলার কান্দাইল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে ছাত্রীর বাবা আবুল কাশেম উপজেলা প্রশাসন ও থানা পুলিশে অভিযোগ করেও কোন সুরাহা করতে পারছেন না।
উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের আবুল কাশেমের মেয়ে ফারজানা আক্তার স্থানীয় কান্দাইর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর  ছাত্রী। বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে বানকাটা গ্রামের জালাল উদ্দিনের বখাটে ছেলে মোহাম্মদ (২২)। কিন্তু ফারজানা প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তারা স্কুল পরিচালনা কমিটিসহ প্রধান শিক্ষকের কাছে মোহাম্মদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। এতে মোহাম্মদ  ক্ষিপ্ত  হয়ে মোবাইলে ফারজানার  ছবি তুলে বিকৃত অবস্থায় এলাকায় ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এছাড়া রাজি না হলে ফারজানাকে প্রাণনাশের হুমকিও দেয়। তার ভয়ে ফারজানা এখন বিদ্যালয়ে যাচ্ছে না। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম আইনগত ব্যবস্থা নেয়ার জন্য করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এক পত্রে অনুরোধ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.