আজ শুরু হচ্ছে ‘বাংলালিংক হাছন রাজা লোকোৎসব’

স্টাফ রিপোর্টার: মরমী গানের সাধক হাছন রাজার ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী হাছন রাজা সৃষ্ট গানের লোকোৎসব। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের বালুর মাঠে আজ থেকে এ লোকোৎসব শুরু হচ্ছে। চলবে ৭ই জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানটি আয়োজন করেছে হাছন রাজা পরিষদ ও হাছন রাজা ট্রাস্ট। পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের অন্যতম টেলিকম অপারেটর কোম্পানি বাংলালিংক। গতকাল বিকাল ৩টায় এ উৎসব উদ্বোধন করবেন সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান। জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী। উল্লেখ্য, মরমী সাধক হাছন রাজার জন্ম ২১শে ডিসেম্বর ১৮৫৪ সালে সিলেটের সুনামগঞ্জে। আর মৃত্যুবরণ করেন ৬ই ডিসেম্বর ১৯২২ সালে।

No comments

Powered by Blogger.