সান্টুরাম ও রমনির হাড্ডাহাড্ডি লড়াই

মানবজমিন ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের দুই মনোনয়ন প্রত্যাশী মিট রমনি ও রিক সান্টুরামের মধ্যে লড়াই বেশ জমে উঠেছে। আইওয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ককাসের ভোটে দুজনই প্রথম হওয়ার দৌড়ে বেশ এগিয়েছিলেন। ফলে মঙ্গলবার রাতের এই ভোটে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বুধবারে প্রকাশিত ফলাফলে দুজনই স্টেট ককাসের ২৪ ভাগ ভোট পেয়ে প্রথম হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী রন পলকে ২২ ভাগ ভোট পেয়ে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর নিউট গিংরিচ ১৩ ভাগ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা সামনের দিনগুলোতে নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলিনায় ভোটযুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন।

No comments

Powered by Blogger.