অশোভন কোহলির জরিমানা

স্পোর্টস ডেস্ক: দর্শকদের দিকে অশোভন অঙ্গভঙ্গির দায়ে জরিমানা করা হয়েছে ভারতের এই মুহূর্তে ফর্মহীন ব্যাটসম্যান বিরাট কোহলিকে। গতকাল সকালে সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে জানানো হয় এ খবর। কোহলির ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেন আইসিসি’র ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তার আগে কোহলি শুনানিতে হাজির হন ভারত ম্যানেজার শিবলাল যাদবের সঙ্গে। আর কোহলির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে- মিডিয়াকে  এসব জানান ভারতের জনসংযোগ কর্মকর্তা জিএস ওয়ালিয়া। ঘটনা ম্যাচের দ্বিতীয় দিনের। সাফল্যহীন-ক্লান্ত ভারতীয়রা এদিন মাত্র এক উইকেট ফেলতে সক্ষম হয় অসিদের। আর অসিরা সারাদিন বোলিং তুলোধুনো করে তুলেছিল ৩৬৬ রান। এ সময় দড়ির কাছে ফিল্ডিং দিতে যান বিরাট কোহলি। দর্শকদের সঙ্গে উত্তেজনা বিনিময়ের একপর্যায়ে অশালীন আচরণ করেন কোহলি দর্শকদের দিকে। পরে কোহলি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার টুইটার ব্লগে। লিখেছেন, আমি মানছি একজন ক্রিকেটারের এমন আচরণ শোভা পায় না। কিন্তু তারা মা-বোনকে নিয়ে এমন বাজে কথা বলছিল যে, মাথা ঠিক রাখা যায় নি।’ তবে কোহলির এমন টুইটে সহানুভূতি পেয়েছেন ইংলিশ তারকা কেভিন পিটারসনের কাছে। কোহলির টুইটে সাড়া দিয়ে পিটারসন লেখেন, হা হা হা হা হা! অসি ভূমিতে তোমায় স্বাগতম!! অস্ট্রেলিয়ার দর্শকরা এমনই। নিজ দল খারাপ করলেও তাদের কাছে নিস্তার পায় না।’ কোহলিকে অভিজ্ঞতা প্রদান করেন পিটারসন।

No comments

Powered by Blogger.