পানিতে ডুবে নবদম্পতি ও সাংবাদিকের মৃত্যু

গাজীপুরে বেড়াতে এসে পানিতে ডুবে নবদম্পতি ও এক সাংবাদিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জামিল আক্তার লিপু (৩৩), তার স্ত্রী আসমা আক্তার ইরা (২৪) ও তানভীর জাহিদ নয়ন (৩২)। এদের মধ্যে সাংবাদিক নয়ন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করতেন।গাজীপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলায় বাংলাবাজারের গজারিয়াপাড়া এলাকার শিরুনী কটেজে সাংবাদিক তানভীর জাহিদ নয়ন ও জামিল আক্তার লিপু সস্ত্রীক বেড়াতে আসেন।


রাতে কটেজের পুকুরঘাটে গেলে পা পিছলে পানিতে পড়ে যান। এ সময় তাকে উদ্ধারের জন্য তার স্বামী লিপু ও লিপুর বন্ধু নয়ন পানিতে নামলে তিনজনই পানিতে তলিয়ে যান।ভোরে নয়নের স্ত্রী সুবর্ণ সেঁজুতী টুসি ওই তিনজনকে দেখতে না পেয়ে তাদের খোঁজে পুকুরঘাটে যান। এ সময় পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় দেখে টুসি সাহায্যের জন্য চিত্কার করতে থাকেন। চিত্কার শুনে আশপাশের লোকজন এসে ওই তিনজনকে পুকুর থেকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.