২১-এ তরুণী ২৬-এ বৃদ্ধা!

দ্ভুত ব্যাপার ঘটে গেছে এক ভিয়েতনামী নারীর জীবনে। বর্তমানে তার বয়স মাত্র ২৬; কিন্তু দেখে মনে হবে সত্তরোর্ধ্ব বৃদ্ধা। অথচ কয়েক বছর আগে নগুয়েন থি ফুওং ছিলেন দেখার মতো সুন্দরী। ব্যাপারটি ঘটেছে হঠাৎ করে। মাত্র কয়েক দিনের ভেতর। সামুদ্রিক খাবারের অ্যালার্জিক রিঅ্যাকশন হিসেবে ব্যাপারটা ধরা হলেও রহস্যজনক। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।নজুয়েন থি ফুওংয়ের স্বামীর নাম নজুয়েন খানহ তুয়েন। স্ত্রীর রূপ আমূল বদলে গেলেও তাকে এখনও ভালোবাসেন। তাদের বাড়ি ভিয়েতনামের বেনতোর প্রদেশে মেকং নদীর বদ্বীপে।


২০০৮ সালে ব্যাপারটা ঘটে। ২০১০ সালে দু'জনে চলে আসেন বিন ফুওক প্রদেশে বু দপ জেলায়। সেখানে ঘর ভাড়া নিয়ে থাকেন এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা চালাচ্ছেন। নগুয়েন থি যুক্তংয়ের অবস্থা দেখে ডাক্তারাও তাজ্জব। তাদের ধারণা, মহিলা বিরল দুরারোগ্য ব্যাধি লিপোডিস্টোফিতে আক্রান্ত। বিশ্বের ৭০০ কোটি মানুষের মধ্যে মাত্র ২ হাজার নর-নারী ওই অসুখে ভুগছে। তুয়েন একজন কাঠমিস্ত্রি। যুক্তংও কাজ করে থাকেন। দেখতে বৃদ্ধা হলেও গায়ে ব্যাপক জোর আছে। দু'জনের মাসে আয় যা, তা দিয়ে হো-চি-মিন নারীর কোনো বড় হাসপাতালে গিয়ে জটিল রোগের চিকিৎসা করাবে সে সার্মথ্য নেই। তবে ২ অক্টোবর বেন তেরে প্রদেশের নজুয়েন ফিনং চিউ হাসপাতালে চিকিৎসকরা বিনা পয়সায় যুক্তংয়ের রোগের পরীক্ষা-নিরীক্ষার পর কোনো দিশা না
পেয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন এইচসিএমসি ডার্মোটালজি হাসপাতালে।

No comments

Powered by Blogger.