ইউরোপে ইসলামবিদ্বেষী ৮০ গোষ্ঠী সক্রিয়

উরোপে অন্তত ৮০টি মুসলিমবিদ্বেষী গোষ্ঠী সক্রিয়_এমন দাবি করেছে নরওয়ের চরমপন্থী আন্দেয়ার্স বেরিং ব্রেইভিক। জুলাইয়ে রাজধানী অসলো ও এর অদূরে একটি দ্বীপে গুলি ও বোমা হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করে ব্রেইভিক। এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সে। পুলিশ বৃহস্পতিবার ব্রেইভিকের নতুন দাবির বিষয়টি প্রকাশ করে।তবে পুলিশ জানিয়েছে, ব্রেইভিকের এ দাবি তারা বিশ্বাস করে না। পুলিশের আইনজীবী ক্রিস্তিয়ান হাতলো বলেন, 'আমাদের জিজ্ঞাসাবাদে সে দাবি করে, নরওয়েতে এ রকম আরো দুটি গোষ্ঠী রয়েছে, ইউরোপজুড়ে আছে আরো ৮০টি। তবে আমরা তা বিশ্বাস করি না।'


ব্রেইভিকের আইনজীবী জানান, তাঁর মক্কেল এখন পর্যন্ত ইউরোপে কয়েকটি এবং নরওয়েতে দুটি গোষ্ঠী আছে বলে জানিয়েছে।
বর্তমানে ব্রেইভিক পুলিশের জিম্মায় আছে। পুলিশ গত বৃহস্পতিবার জানায়, তারা প্রায় নিশ্চিত যে ৩২ বছর বয়সী ব্রেইভিক জুলাইয়ের ওই ঘটনা একাই ঘটিয়েছে। তার আর কোনো সহযোগী ছিল না। হাতলো জানান, 'আমরা এখন পর্যন্ত এমন কিছু পাইনি যা থেকে তার সঙ্গে আরো সহযোগী ছিল_এমন কোনো ধারণা জন্মে।' জুলাইয়ে আটক করার পর থেকেই ব্রেইভিককে নির্জন কারাকক্ষে রাখা হয়েছে। তাকে কোনো চিঠি দেওয়া হয়নি। কোনো দর্শনার্থীর সঙ্গে সাক্ষাৎও করতে দেওয়া হয়নি। গণমাধ্যমের সঙ্গেও তার যোগাযোগ নেই। ব্রেইভিক গত ২২ জুলাই অসলোর সরকারি দপ্তরের সামনে গাড়িবোমা রাখা এবং উতোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সম্মেলনে হামলা চালানোর বিষয়টি স্বীকার করে। ওই দিন কিছু সময়ের ব্যবধানে ওই দুই জায়গায় হামলা হয়। এতে ৭৭ জন নিহত হয়। হামলার আগে ইন্টারনেটে দেওয়া ইশতেহারে ব্রেইভিক নিজেকে ইসলামবিরোধী 'ক্রুসেডার' হিসেবে বর্ণনা করে। সূত্র : এএফপি, দ্য টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.