৬৮৫ কোটি রুপির পার্ক উদ্বোধন মায়াবতীর

ত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বহুজন সমাজবাদী পার্টির নেতা ও দলিত নেত্রী মায়াবতী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত নয়দা মেমোরিয়াল পার্ক উদ্বোধন করেছেন। ৮৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত ব্যয়বহুল এ পার্কটিতে মায়াবতী ও তার দুই উপদেষ্টা মানসী রাম এবং ড. বিআর আম্বদেকারসহ বেশ ক'জন ব্যক্তির ২৪টি মূর্তি রয়েছে। খবর : জিনিউজ।উদ্বোধনের সময় তিনি উপস্থিত ৪০ হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন। রাষ্ট্রীয় দলিতদের সম্মানে এ পার্কটি নির্মাণ করা হয়েছে।


উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার লোক নয়দায় আসায় ওই এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ওই জনসভার নিরাপত্তায় ২ হাজার ১০০ পুলিশ মোতায়েন করা হয়। ধারণা করা হচ্ছে, এ জনসভার মাধ্যমে আগামী বছর নির্বাচনের নির্বাচনী প্রচার শুরু করেছেন মায়াবতী। উল্লেখ্য, ২০০৮ সালে বিতর্কিত এ পার্কটির নির্মাণকাজ শুরু হয়। সে সময় স্থানীয়রা জমি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এমনকি পরিবেশবাদী সংগঠনগুলো মায়াবতীর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এবং পার্ক নির্মাণবিরোধী প্রচারণা চালায়। কারণ ওই এলাকায় পার্কটি নির্মাণ করতে প্রায় ৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছ কাটতে হয়েছিল। ক্ষুব্ধ এলাকাবাসী এ পার্কটি নির্মাণ স্থগিত করার জন্য আদালতেও যান। প্রথমে স্থগিত আদেশ দিলেও ওই বছর আদালত পার্কটি নির্মাণের অনুমতি দেন।

No comments

Powered by Blogger.