ফখরুলসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কলাবাগান থানায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র গৃহীত হয়েছে। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নথি ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার মামলার ধার্য তারিখে অভিযোগপত্রটি ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে উপস্থাপন করা হয়। বিচারক অভিযোগপত্রটি গ্রহণ করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নথি সিএমএম আদালতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, মির্জা ফখরুলের পক্ষে ২০৫ ধারায় হাজিরা দেয়া হয়েছে। জামিনে গিয়ে পলাতক ৯ জন ছাড়া অন্যরা হাজির ছিলেন। গত ২২ অক্টোবর ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে কলাবাগান থানার উপপরিদর্শক আসাদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে অব্যাহতির আবেদন করেন আইনজীবী। মামলায় ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দিন দুপুরে কলাবাগান থানার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ওই কর্মসূচি পালনকারী দলীয় সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য ও তাদের প্ররোচনায় মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

No comments

Powered by Blogger.