অক্সফোর্ড অভিধানের বর্ষসেরা শব্দ ‘ভেইপ’

অক্সফোর্ড অভিধানে এ বছরের সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে সংযোজিত হয়েছে ভেইপ (vape) শব্দটি। এ বছরের ‘বর্ষসেরা শব্দ’ নির্বাচিত হওয়া ‘ভেইপ’ শব্দের আভিধানিক অর্থ, ইলেক্ট্রনিক সিগারেট বা এ ধরনের অন্য কোন ডিভাইস থেকে উৎপন্ন বাষ্প ব্যক্তির নিঃশ্বাসের সঙ্গে ভেতরে টেনে নেয়া বা বাইরে বের করে দেয়া। শব্দটি ডিভাইস এবং ক্রিয়া দুটি বুঝাতেই ব্যবহৃত হয়। অক্সফোর্ড ডিকশনারিজে’র দাবি, ২ বছর আগে ভেইপ শব্দটি যতোবার ব্যবহৃত হতো, এখন তার তুলনায় ৩০ গুণ বেশি ব্যবহৃত হয়। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ ও বিবিসি। সিগারেট ছেড়ে দেয়ার চেষ্টায় ধূমপায়ীরা ই-সিগারেটের দিকে ঝুঁকছেন, যদিও ই-সিগারেট বেশ ক্ষতিকর। গত কয়েক বছর ধরে যারা ধূমপান ছাড়ার চেষ্টা করছেন, তাদের কাছে শব্দটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ প্রচেষ্টাকে  স্বাগত জানিয়ে ভেইপ শব্দটি সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচার করার লক্ষ্যেই শব্দটিকে প্রচারের জন্য নির্বাচিত করেছে অক্সফোর্ড ডিকশনারিজ। ভেইপ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন লেখক রব স্টেপনি। ১৯৮৩ সালে মানুষ কেন ধূমপান করে? এবং ধূমপানের বিকল্প যন্ত্র নিয়ে একটি লেখায় শব্দটির প্রথম ব্যবহার করেন তিনি। এ বছর ভেইপ ছাড়াও অক্সফোর্ড অভিধানে স্থান করে নিয়েছে বেই (bae), ইনডাইরেফ (indyref), কনটাক্টলেস (contactless), সø্যাক্টিভিসম (slacktivism) ইত্যাদি শব্দগুলোও। গত বছর বর্ষসেরা হিসেবে ‘সেলফি’ শব্দটি সংযোজিত হয়েছিল অক্সফোর্ড অভিধানে এবং এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

No comments

Powered by Blogger.