চট্টগ্রাম বন্দরের দুর্নীতি অনুসন্ধানে নামছে দুদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে দুদকের প্রধান কার্যালয়ের দায়িত্ব পাওয়া কর্মকর্তারা বন্দরে বিভিন্ন প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এসব প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নথিপত্র চেয়েছেন।
সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপিএম পদ্ধতিতে সাইফ পাওয়ারটেককে অবৈধভাবে কাজ দেয়া, তিনটি পুরনো জাহাজ ক্রয়ে দুর্নীতিসহ বেশ কয়েকটি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব প্রকল্পের দুর্নীতির তদন্তে দুদকের একজন উপ-পরিচালককে অনুসন্ধান কাজ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা বলেন, বন্দরের বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ গুরুত্বসহকারে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিগগিরই দুদকের একটি দল সরেজমিন পরিদর্শনে চট্টগ্রাম বন্দরে যাবে। সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র সরবরাহ করতে প্রকল্প সংশ্লিষ্টদের নোটিশ দেয়া হবে। নথিপত্র পর্যালোচনা শেষে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।
সূত্র আরও জানায়, মোবাইল স্ক্যানার ক্রয়ে অনিয়ম, অ্যাম্বুলেন্স শিপ ক্রয়ের দুর্নীতি, ট্রেনিং সিমুলেটর ক্রয়, ১০টি ক্রেন ক্রয়ে অনিয়ম, হাসপাতাল নির্মাণ, অরূপ এন্টারপ্রাইজের গোপন চুক্তি, বার্থ অপারেটর ও টার্মিনাল অপারেটর কার্যাদেশ প্রদান, বন্দরের ঢাকাস্থ রেস্ট হাউসের জায়গা ক্রয় ও নির্মাণ নিয়েও অভিযোগ অনুসন্ধান করবে দুদক।

No comments

Powered by Blogger.