মন্দা কাটাতে জাপানে আগাম নির্বাচন

নির্ধারিত সময়ের আগেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ডাক দিতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশটির চলমান আর্থিক সংকটময় পরিস্থিতি মোকাবেলায় তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আবে। ফলে দেশটিতে নির্ধারিত সময়ের দুই বছর আগেই নতুন নির্বাচন হতে যাচ্ছে। আবে ওই ঘোষণায় বলেন, আমি শুক্রবার (২১ নভেম্বর) পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দেব। ঘোষণার পরপরই লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কুমিয়েতো পার্টির সঙ্গে বৈঠকে বসেন আবে। ধারণা করা হচ্ছে আগামী ১৪ ডিসেম্বর এ নির্বাচন হতে পারে। বিবিসি। প্রধানমন্ত্রী আবের ধারণা, নতুন নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি চলমান স্থবির অর্থনীতির চাকাকে চাঙ্গা করতে পারবেন এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনে সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট হাতে পাবেন। দেশের আর্থিক অবস্থাকে চাঙ্গা করার উচ্চ লক্ষ্যমাত্রা নিয়ে দুই বছর আগে ক্ষমতায় বসেন শিনজো।
কিন্তু দেশটির অর্থনীতির জন্য আরও অনেক কিছু করার বাকি রয়ে গেছে। শিনজো সরকারের জনপ্রিয়তা কিছুটা কমা সত্ত্বেও ধারণা করা হচ্ছে তিনি আবার জয় পাবেন। কারণ তার বিরোধী দলগুলো দ্বিধাবিভক্ত।

No comments

Powered by Blogger.